কালুরঘাট সেতুতে ট্রেনের বগি লাইনচ্যুত, সীমাহীন দুর্ভোগ

কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেন লাইনচ্যুত হওয়ায় যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেতুর পারাপারকারী জনসাধারণ।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরগামী ওয়াগন ট্রেনের একটি বগি সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়-ফার্নেস অয়েলবাহী ওয়াগনটি (ট্রেন) দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল খালাস করে নগরে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে কালুরঘাট সেতুর মাঝখানে এসে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে সেতুতে আটকা পড়ে।

এতে সাথে সাথেই সেতুর দুইপাড়ে শত-শত গাড়ির লাইন পড়ে যাতায়তকারীদের দুর্ভোগ সৃষ্টি করে। এ ঘটনায় অনেকে নদী দিয়ে নৌকা ও সেতু হেঁটে পারাপার করছেন বলে জানিয়েছেন নগরগামী বোয়ালখালীর বাসিন্দা আহমদ উল্লাহ।

রাত ১০ টার দিকে তিনি বলেন- গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম কিন্তু ট্রেন আটকে আমরাও আটকে আছি। আমার মত আরো অনেকেই। জানিনা এ দুর্ভোগের শেষ কোথায়?

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৫টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর সেতুটি পরিদর্শন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।