কোস্ট গার্ডের নাইটভিশন ড্রোনে রোহিঙ্গা পাচার রোধ হবে—স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডের নাইটভিশন ড্রোন ক্যামেরার মাধ্যমে ভাসানচর থেকে রোহিঙ্গা পাচার রোধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর ভাসানচরে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন পোশাক কমবেট ও ড্রোন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পাইলট বিহীন এই এয়ারক্রাফট ড্রোনটির মধ্যে রয়েছে আইআর অথ্যাৎ ইনফ্রা রেড ক্যামরা৷ যার মাধ্যমে দিনের পাশাপাশি রাতের পরিস্কার ছবি ধারণ করতে পারবে অত্যাধুনিক এই ড্রোনটি৷ এখন থেকে এই ড্রোনের মাধ্যমে প্রায় ১৩ হাজার একরের ভাসানচরে সার্বক্ষণিক নজরদারি করবে কোস্টগার্ড৷

মন্ত্রী আরও বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হলেও, ধীরে ধীরে বাড়ানো হবে এই ড্রোনের সংখ্যা৷
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরমধ্যে ১২ দফায় ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে৷ দালাল চক্রের পাল্লায় পড়ে এসব রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে, তা নজারদারিতে এই ড্রোন৷

মন্তব্য নেওয়া বন্ধ।