চট্টগ্রামের ৩ বড় প্রতিষ্ঠান ঘুরলেন সিআইইউর শিক্ষার্থীরা

ক্লাসরুমের বাইরে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের একধাপ এগিয়ে নিতে চট্টগ্রামের ৩টি বড় প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস অনুষদের শিক্ষার্থীরা।

সপ্রতি শিক্ষার্থীরা একে খান পেনফ্যাব্রিক লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোর কারখানা এবং অফিস পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠান ৩টির উৎপাদন প্রক্রিয়ার ধরন, লোকবল, অপারেশন্স পদ্ধতি, বাজারজাতকরণসহ নানান দিক ঘুরে দেখেন।

এলএফই প্রোগ্রাম এবং কোর্সওয়ার্কের অংশ হিসেবে জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগ এবং অটাম ২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠান পৃথকভাবে পরিদর্শন করেন।

পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মোসলেহ চৌধুরী খালেদ, প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান ও উম্মে হুমায়রা।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলোর পুরো প্রক্রিয়ার বিষয়ে ধারণা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তিনি শিক্ষার্থীদের সব প্রশ্নেরও জবাব দেন।

প্রসঙ্গত, ক্লাসরুমের বাইরে বাস্তবমুখী শিক্ষা ছড়িয়ে দিতে সিআইইউ বিজনেস স্কুল প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য এমন পরিদর্শন কার্যক্রমের উদ্যোগ নিচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।