চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৬

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন ৬ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৫ দশমিক ৬০ শতাংশ। শহর ও গ্রামে এ সময়ে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর সাত ল্যাব, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও এন্টিজেন টেস্টে ১০৭ জনের নমুনা পরীক্ষা হয়। এতে নতুন শনাক্ত ৬ ভাইরাসবাহকই শহরের বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৭৭২ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৭৫ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৯৭ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে।

এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বিআইটিআইডি’তে ১৯ টি নমুনার মধ্যে ২ টিতে করোনার জীবাণু মিলে। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ জন সংক্রমিত পাওয়া যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।