চট্টগ্রামে চাকরির প্রলোভনে জোরপূর্বক পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২ ভুক্তভোগীকে উদ্ধারও করা হয়।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুপনগর আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আরাফাতুল ইসলাম (৩০), ফারজানা বেগম (৩০), আবু ওমর (৩২) এবং মো. আনসার (৩৫)।

এছাড়া ভুক্তভোগী লায়লা (২০) (ছদ্মনাম) এবং পারভিনকে (১৫) (ছদ্মনাম) উদ্ধার করা হয়।

ভুক্তভোগী লায়লা বলেন, আমি গত ১৯ এপ্রিল চাকুরির খোঁজে বহদ্দারহাট আসলে আরাফাতের সাথে পরিচয় হয়। সে আমাকে চাকুরি দেওয়া কথা বলে বাসায় নিয়ে গিয়ে ফারজানার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে লায়লার সাথেও আমার পরিচয় হয়।

তিনি বলেন, সেই বাসায় থাকা অবস্থা বাহির থেকে লোক এনে আমাদের জোরপূর্বক খারাপ কাজ করানো হয়। রাজি না হলে মারধর এবং নানাভাবে নির্যাতন চালায়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলায় আদালতে পাঠানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।