চট্টগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে কৃষি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মো. জমির উদ্দিন (৩৩) নামে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত ব্যক্তি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চুইপাড়া এলাকার সুফী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি অই এলাকার মো. সরু মিয়ার সন্তান।

সোমবার (৯ মে) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় চন্দ্রঘোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর।

স্থানীয় কৃষক হাফিজুর রহমান জানান, বিকেলে বৃষ্টি শুরু হওয়ার আগেই তিনি ধান কাটার জন্য জমিতে নামেন। এতে ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিচ আজগর জানান, ‘কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ তার পরিবারের পাশে থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।