চট্টগ্রামে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা

‘শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের ধারাবাহিকতায় আজ এটি প্রমাণিত সত্য যে যুদ্ধাপরাধী জামায়াত শিবিরকে দেশবাসী চিনেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরা শতভাগ প্রত্যাখান পেয়েছে জনগণের কাছ থেকে। এখন তাদের তোড়জোড় শুরু হয়েছে নাম বদলে সাদা মনের মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করবার।’

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের পুরোগামী নেতা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদজননী জাহানারা ইমামের ৯৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শহীদ জননীর অনুসারীরা বেঁচে থাকতে এই স্বাধীনতা বিরোধীরা খোলস পাল্টাতে পারবেনা। আগামী নির্বাচনে ওদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপোষহীনরা জোটবদ্ধ হতে হবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ও নগর আওয়ামী লীগ নেতা মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ সাহা, আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও জাগরণ-এর কেন্দ্রীয় সদস্য হাসিনা আক্তার লিপি, মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভিন রুবা, নগর যুবলীগ নেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য দীপংকর চৌধুরী কাজল, হাবিব উল্ল্যাহ চৌধুরী ভাস্কর, মিথুন মল্লিক, এমএ মান্নান শিমুল, সুমন চৌধুরী, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, মুক্তা হাওলাদার, মোহাম্মদ মিজানুর রহমান, কানিজ ফাতেমা, সাদ্দাম হোসাইন, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আশরাফুল ইসলাম সোহান, মো. নাছির উদ্দিন, সুকুমার চৌধুরী, এম. শাহাদাৎ নবী খোকা, আবদুল্লাহ মুহিত, মো. আসিফ ইকবাল, মো. সেলিম উদ্দীন, সংস্কৃিতকর্মী সজল দাশ প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।