চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিনের জাকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে জাকজমকভাবে পালন করা হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল রবিবার বেলা ২টা ৩০ মিনিটে নগরীর চট্টগ্রাম ব্যুরো অফিসে বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে জাকজমকভাবে এ অনুষ্ঠান পালন করা হয়।

চট্টগ্রাম অফিসের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, এস এম আল মামুন এমপি ও দিলোয়ারা ইউসুফ এমপি, জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও মাহমুদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পদার্পণের কেক কাটা হয়।
চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিনের জাকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন 1

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সেক্রেটারি উদুধ ঝা, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, হাটহাজারীর উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, যুগ্ম মহাসচিব আবদুর রহিম, রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, উপ-পরিচালক হুমায়ুন কবির, সহকারী পরিচালক সোমেন মণ্ডল, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা, বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম অঞ্চলের এজিএম (কো-অর্ডিনেশন) জহিরুল হক, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ, চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন।

সাংবাদিকদের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুবেল খান ও সহ সভাপতি অনিন্দ্য টিটো, প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন রেজা, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর আলম মঞ্জু, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনসুর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরো প্রধান নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, ডেইলি স্টারের ব্যুরো প্রধান শিমুল নজরুল, ডেইলি সানের ব্যুারো প্রধান নুর উদ্দীন আলমগীর, নিউজ২৪ এর ইনচার্জ শেখ গোলামুন্নবী জায়েদ, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, প্রেসক্লাবের প্রচার সম্পাদক খোরশেদুল আলম শামীম, আপ্যায়ন সম্পাদক আল রাহমান ও ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম প্রমূখ।

এছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ দাশ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, ইঞ্জি. বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান চেয়ারম্যান, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, আরাফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, বাংলাদেশ আওয়ামী লীগের যুব-ক্রীড়া উপ-কমিটির সদস্য আলাউদ্দিন সাজু, আবদুল্লাহ আল মামুন নিশাত, মুনির চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রবিউল হোসেন রাজু, শহিদুল ইসলাম শহিদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হোসেন রবিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারের পক্ষে পিএস অর্জুন কুমার নাথ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, নুরুল হুদা, শাহজাহান শাহিল, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক মো. আনাছ। চসিকের মেয়রের পিএস আবুল হাশেম, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ, পিডিবি কালুরঘাট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দীন জুয়েল, বাজুস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা, গুলজার ব্যবসায়ী সমিতি, শিশু বিশেষজ্ঞ ডা. শহিদুল্লাহ চৌধুরী, বিজিসি ট্রাস্ট্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধায়ন বিভাগ, সংগঠক মাহমুদুর রহমান শাওন, কনিকা সভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়েশা আকতার।

শুভেচ্ছা বার্তা পাঠান ফটিকছড়ি আসনের এমপি খাতিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পিবিআই জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল, নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবু প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।