চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তাসকিনের খেলা নিয়ে শঙ্কা

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। টেস্ট চলাকালীন সময়ে পিঠের চোটে পড়েন। এরপর শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের টাইগার স্কোয়াডে ছিলেন না। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও ছিলেন না এই পেসার। শুধু শেষ ম্যাচে খেলেছেন। ৯ ওভার বল করে ২ উইকেটে দিয়েছেন ৮৯ রান। তখন নিশ্চিতভাবে বলাই যাচ্ছিল, এখনো পুরোপুরি ফিট নন তাসকিন।

তবে এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে তাসকিনের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই শঙ্কার আভাস দিয়েছেন। তার মতে, প্রথম টেস্ট ম্যাচটা না খেলতে পারলেও দ্বিতীয়টা লক্ষ্য থাকবে।

তাসকিন বলেন, এই ম্যাচের আগে বোলিং লোড পুরোপুরি হলে ও টিম ম্যানেজম্যান্ট চাইলে আমি খেলব। নাহলে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।

তাসকিনের দাবি, মাত্রই চোট থেকে ফিরেছি, তারা (টিম ম্যানেজম্যান্ট) আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। ওয়ার্কলোড প্ল্যান অনুযায়ী কাজ করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।