চট্টগ্রামে সহকর্মীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা অধ্যক্ষের যাবজ্জীবন

চট্টগ্রামে সহকর্মীকে ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যাল-৪ এর বিচারক জামিউল হায়দারের আদালত এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমানিত হওয়ায় মাননীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার ভিকটিম ওই শিক্ষিকা ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতি দিনের মতো শ্রেণি কার্যক্রম শেষ করে বাড়ি ফিরতে চাইলে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন অধ্যক্ষ। একপর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন অধ্যক্ষ নিজাম উদ্দিন।

এ ঘটনায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যান দমন আইনের ৯(১) ধারায় আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। পিবিআই পরের বছরের ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত নিজামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

তারও এক বছর পর ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার প্রক্রিয়ায় আদালত মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।