চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী

চট্টগ্রাম চিড়িয়াখানার দর্শকদের জন্য নতুন সংযোজন জলহস্তি। প্রাণী বিনিময়ের আওতায় এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে তার পরিবর্তে ঢাকা থেকে দুটি জলহস্তী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপাতত একটি এসে পৌঁছালেও আরেকটি আসতে সপ্তাহখানেক সময় লাগবে।

১২ বছর বয়সের একটি পুরুষ জলহস্তী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ শুভ হোসেন চট্টগ্রাম খবরকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রোমিও-জুলিয়েট নামে এক জোড়া বাঘ ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়েছে। এর বিনিময়ে বৃহস্পতিবার সকাল ৮টায় এক জোড়া জলহস্তী থেকে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে। যার বয়স ১২ বছর। ৫-৭ দিন পর দ্বিতীয় ধাপে আরেকটি জলহস্তী চিড়িয়াখানায় আসবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এটি চট্টগ্রামবাসীর জন্য উপহার।

প্রসঙ্গত, পাহাড়ের পশ্চিম পাশে লেকের মধ্যে কুমিরের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে খাঁচা তৈরি করা হয়েছে। আর কুমিরের আগের জায়গা সংস্কার করে তৈরি করা হয়েছে জলহস্তীর বাসস্থান।

মন্তব্য নেওয়া বন্ধ।