চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার সেরা ‘কলেজিয়েট স্কুল’

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এসএসসিতে এবার সেরা স্থান দখল করে নিয়েছে কলেজিয়েট স্কুল। বিদ্যালয়টির মোট ৪৯৩ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৮৩ জন। মূলত জিপিএ-৫ প্রাপ্তির দিকে থেকেই এই অবস্থান বিদ্যালয়টির। কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী রায়হান হোসেন সর্বোচ্চ ১২৮২ নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে রেকর্ড গড়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) শিক্ষাবোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সবার সেরা স্থান দখল করে নেয়।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছে তাই আজ তারা সফল। ভালো ফলাফলে ছুটে এসেছে তাদের প্রিয় আঙ্গিনায়।

কলেজিয়েট স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কৌশিক শীল জয় বলেন, অনেক বেশি খুশি। জীবনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছি বলে মনে হচ্ছে। আমার মা-বাবা ও শিক্ষকরা আমার জন্য যে পরিশ্রম করেছেন তা সফল হয়েছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরাও চেষ্টা করেছি। সব কিছুই শিক্ষকদের জন্য। সঙ্গে ছিল অভিভাবকদের সহযোগিতা।

কলেজিয়েট স্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী রায়হান হোসেন বলেন, শিক্ষকরা পড়ালেখার বিষয়ে অনেক বেশি আন্তরিক। পড়ালেখা সংক্রান্ত সব বিষয়ে শিক্ষকরা অনেক বেশি যত্নবান। যার কারণে আজ আমরা সফল।

এর আগে, গত বছর ২০২১ সালে কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৬২ জন। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৪৬ জন। পাশের হার ছিল শতভাগ। এবার এসএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন। পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫।

মন্তব্য নেওয়া বন্ধ।