চবিতে ১৭ জনের নিয়োগ স্থগিত করল সিন্ডিকেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ জন ৩য় শ্রেণির কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করায় এসব নিয়োগ স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ৫৪৬ তম সিন্ডিকেট সভায় এসব নিয়োগ স্থগিত করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) নিয়োগ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী।

নিয়োগ স্থগিতের পাশাপাশি এসব পদে লিখিত পরীক্ষার মাধ্যমে লোকবল নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। এর আগে বিশ্ববিদ্যালয়ের মোট ১৪ টি বিভাগ, দপ্তর ও হলে এ ১৭ জনকে নিয়োগের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত নিয়োগ বোর্ড।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, যাবতীয় ডুকুমেন্ট বিশ্লেষণ করে সিন্ডিকেট মনে করেছে যে ওই নিয়োগসমূহ যথাযত প্রক্রিয়া অনুসরণ করে হয়নি। তাই তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। লিখিত পরীক্ষা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে প্রার্থীদের নিয়োগ দিতে সিন্ডিকেটের কোনো আপত্তি থাকবে না

মন্তব্য নেওয়া বন্ধ।