চবির পাহাড়ে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে ও জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পেছনের পাহাড়ে আগুন দেখতে পান পথচারীরা। পরে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে অবহিত করলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জানা মাত্রই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।