চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য আটক

বান্দরবানে চাঁদাবাজির মামলায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বান্দরবান সদরের রেইচা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্যের নাম কুতুবউদ্দিন মিয়া। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সমির ভট্টাচার্য জানান, লামা থানার মামলায় রেইচা চেকপোস্ট এলাকা থেকে কুতুবউদ্দিনকে আটক করা হয়। লামা থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যভিচারের পৃথক দুটি মামলা রয়েছে। আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ইউপি সদস্য কুতুবউদ্দিন অন্য দাগের ভুয়া দলিল ব্যবহার করে কোম্পানির জায়গা দখল করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেন। পাশাপশি এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এঘটনায় ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে লামা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।