মিরসরাইয়ে হঠাৎ বাড়ছে চোখের রোগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে চোখের অসুখ। প্রতিদিন অসংখ্য মানুষ চোখের সমস্যা নিয়ে শরনাপন্ন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালের চিকিৎসকের কাছে। অধিকাংশ মানুষের চোখে পড়তে হচ্ছে কালো চশমা।

চোখের চিকিৎসা নিতে আসা সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, এক সাপ্তাহ আগে হঠাৎ আমার এক চোখে ব্যাথা অনুভব করি। এরপর চোখ লাল হয়ে যায়। স্থানীয় চোখের ডাক্তার দেখিয়ে ড্রপ ব্যবহার করি। এরই মধ্যে রোগটি আমার পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিবারের আমার বাবা, মা, স্ত্রী সন্তানসহ ৫ জন চোখ উঠা রোগে আক্রান্ত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দীন বলেন,চোখের এই রোগটি ভাইরাসজনিত রোগ। বছরের কোন এক ঋতুতে চোখের রোগ প্রকট আকারে দেখা দেয়। আবার বন্যা পরবর্তী সময় এ রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন,এর থেকে পরিত্রাণ পেতে হলে সবসময় হাত, চোখ পরিষ্কার রাখতে হবে। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিহার করতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।