ছিনতাইয়ের শিকার আফগান তরুণী—ছিনতাকারী ধরলো চকবাজার থানা পুলিশ

আফগানিস্তানের নাগরিক এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আন্ডার গ্রাজুয়েট-১ এর শিক্ষার্থী ফাতেমা শরীফির ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। ছিনতাইকারী সজিবকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চকবাজার থানার নবাগত ওসি ওয়ালি উদ্দিন আকবর। তিনি বলেন, ‘সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মাওলানা মোহাম্মদ (এমএম) আলী সড়কের ক্যাম্পাস থেকে চট্টেশ্বরী রোডের ক্যাম্পাসে আসার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা শরীফি ছিনতাইয়ের শিকার হন। তার হ্যান্ড ব্যাগে একটি Samsung Galaxy S10 5G মোবাইল সেট (মূল্য ৬৮ হাজার টাকা), একটি এটিএম কার্ড, একটি স্টুডেন্ট আইডি কার্ড, একটি কোমরের লেদার বেল্ট ও নগদ ১৩শ টাকা ছিল।’

ওসি আকবর আরও বলেন, ‘উক্ত ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরর পর চকবাজার থানার এসআই মোহাম্মদ ইমরান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ সকাল সাড়ে ৯টার দিকে চকবাজার থানাধীন গোলপাহাড় ছিনতাইয়ে জড়িত মোঃ সজিবকে (৩০) গ্রেপ্তার করে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘সজীবের স্থায়ী কোনো ঠিকানা নেই। বর্তমান ঠিকানা—খুলশী থানার ঝাউতলা, কালুর মার কলোনীর ভাড়াটিয়া। তার দেখানো মতে চকবাজার থানাধীন সিডিএ অফিসার্স কোয়ার্টারের পিছনে নালার উপর থেকে বাদীর হ্যান্ডব্যাগটি কাদামাখা অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত ব্যাগের ভিতর বাদীর এটিএম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ডও পাওয়া যায়। নিয়মিত মামলায় আসামি সজীবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য নেওয়া বন্ধ।