জামালখান আলোকিত করতে দিনেও জ্বলছে বৈদ্যুতিক বাতি!

জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবহারে প্রধানমন্ত্রী সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিলেও খোদ সরকারি দফতর ও এর অঙ্গ-প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনা মানছে না। নানা ছুতোয় বাতি জালিয়ে বিদ্যুতের অপচয় করা হচ্ছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ৩টায় চেরাগী পাহাড় থেকে জামালখান মোড় পর্যন্ত সরেজমিনে দেখা যায় দিনের আলোতেও জ্বলছে সৌর্ন্দয বর্ধন প্রকল্পের বাতি। রাতের বেলায় এসব বাতি জামালখানকে নান্দনিক রূপ দিলেও প্রশ্ন উঠেছে দিনের বেলায় এসব বাতি জ্বালানোর সুফল কী?

তরুণ প্রজন্মের একটি অংশ জামালখানে আড্ডা গল্পে মেতে ওঠেন। আড্ডা দিতে আসা এক কলেজ শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম খবরকে বলেন, বিদ্যুত সংকটে সারাদেশে তীব্র লোডশেডিং চলছে। চট্টগ্রামও এর বাইরে নয়। দিনে রাতে গড়ে তিন-চার ঘন্টা করে লোডশেডিং পোহাতে হয়। অথচ এখানে সিটি করপোরেশনের প্রকল্পে বৈদ্যুতিক বাতি জ্বলছে।

জামালখানের বাসিন্দা মাখন লাল বলেন, দিনের বেলায় এখানে বিদ্যুতের অপচয় হচ্ছে। দেশ চলছে একদিকে, এখানে সিস্টেম চলছে ঠিক উল্টো দিকে।

মন্তব্য নেওয়া বন্ধ।