জেলেরা মাছ ধরতে ফের সাগরে

সতর্ক সংকেত প্রত্যাহার

দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারে জেলেরা এক সপ্তাহ পর ফের মাছ ধরতে সাগরে রওয়ানা দিয়েছে।

আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সতর্ক সংকেত প্রত্যাহারের পর অনুকূল আবহাওয়ায় জেলেরা ট্রলার নিয়ে সাগরে রওয়ানা দিতে শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের ৯০% ট্রলারই সাগরে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, কক্সবাজারে ছোট-বড় প্রায় ৮ হাজার মাছধরার বোট রয়েছে। এতে নিয়োজিত রয়েছে প্রায় ১ লাখ জেলে। বৃহস্পতিবার অনুকূল আবহাওয়ায় কক্সবাজারের ৯০% ট্রলারই সাগরে রওয়ানা দিয়েছে। বাকি ট্রলারগুলোও আজ শুক্রবারের মধ্যে সাগরে রওয়ানা দেবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ায় গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সাগরে ট্রলার চলাচলের ওপর ৩নং স্থানীয় সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া বিভাগ। দুর্যোগের আশংকায় আবহাওয়া বিভাগের জারি করা এ সতর্কতা সংকেতের খবর পেয়ে জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরে আসে।

এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে সতর্ক সংকেত প্রত্যাহারের পর অনুকূল আবহাওয়ায় জেলেরা ট্রলার নিয়ে সাগরে রওয়ানা দিতে শুরু করে।

ট্রলার মালিকরা জানান, এর আগে গত ১৮ আগস্ট একই কারণে সাগরে সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া বিভাগ। এসময় সাগর থেকে ফেরার পথে অন্তত দু’টি বোটডুবির ঘটনা ঘটে এবং এতে ৮ জন জেলে মারা যায়। এর প্রায় এক সপ্তাহ পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সাগরে পুনরায় মাছ ধরা শুরু হলেও দুই সপ্তাহ পর পুনরায় হোঁচট খায় জেলেরা।

জেলেরা জানায়, গত এক মাসে সাগরে তিনটি লঘুচাপ তৈরি হয়। লঘুচাপের কারণে গত ৬ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত একইভাবে সাগরে মাছধরা বন্ধ ছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।