ট্রাফিকের দুই জোন সামলাবেন ডিসি তারেক, শাকিলা বন্দর জোনের ডিসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের ডিসি তারেক আহম্মেদকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনও সামলাতে হবে। কারণ ট্রাফিক বন্দর জোনের ডিসি শাকিলা সোলতানাকে ক্রাইম বন্দর জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলী করা হয়।

২৪ তম বিসিএস পুলিশ ক্যাডার কর্মকর্তা তারেক আহম্মেদ ট্রাফিক বিভাগ চার ভাগ হওয়ার আগেও অবিভক্ত বন্দর জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৫ ব্যাচের কর্মকর্তা শাকিলা সোলতানা দীর্ঘদিন সিএমপির বিভিন্ন বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মূলত বন্দর জোনের ডিসি এস এম মেহেদী হাসান ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে যোগদানের পর এই পদটি খালি হয়। এতোদিন ডিসি বন্দরের দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব হিসেবে সামলেছেন ডিসি পশ্চিম আব্দুল ওয়ারিশ।

জানা গেছে, সিএমপিতে আরও অফিসার সংকট রয়েছে। শিগগিরই সেই সংকট দূর করতে আরো নতুন কর্মকর্তা পদায়ন হবে।

এদিকে অপর এক আদেশে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় চকবাজার থানার ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করেছেন। চকবাজার থানায় ওসির দায়িত্ব দিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মঞ্জুর কাদের মঞ্জুকে।

এছাড়া পরিদর্শক কেপায়েত উল্লাহকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দর জোনে পদায়ন করা হয়েছে।

এর আগে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামানকে রংপুর রেঞ্জে বদলি করেছিল পুলিশ সদর দপ্তর।

মন্তব্য নেওয়া বন্ধ।