ডা. মোহাম্মদ শহীদুল্লাহর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মরহুম ডা. মুহাম্মদ শহীদুল্লাহর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ (৩ মে)। আজ থেকে ১৫ বছর পূর্বের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন এ গুণী চিকিৎসক।

ডা. মুহাম্মদ শহীদুল্লাহ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বিপিএমপিএ, বিএমএ, লায়ন্স ক্লাব, সাহিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত শহীদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

মানবহিতৈষী এ মানবিক ডাক্তার সাধারণ মানুষদের সেবার নিজ গ্রামের বাড়ী সীতাকুন্ডর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা ও উন্নয়নে সহযোগিতা করেছিলেন।

ডা. মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে তার পরিবার ও গুণগ্রাহীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে তার পরিবার। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম ডা. মুহাম্মদ শহীদুল্লার বিদেহী আত্মার মাগফেতার কামনা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।