ঢাকা বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে অথেনটিক ব্রাজিলিয়ান AMA কফি

চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন চমক নিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের এন্ড কোম্পানি। তাদের অথেনটিক ব্রাজিলিয়ান AMA কফি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে ।

বিশ্বের অন্যতম কফি উৎপাদনকারী দেশ হিসেবে ব্রাজিল সমাদৃত। সেই ব্রাজিল থেকেই অথেনটিক ব্রাজিলিয়ান AMA কফি দেশে বাজারজাত করছে দেশের স্বনামধন্য শিল্প গ্রুপটি।

প্রথমবারের মত ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলার দক্ষিণ সাধারণ ১৩ নং দৃষ্টিনন্দন প্যাভিলয়নে AMA কফি শপে এই অথেনটিক ব্রাজিলিয়ান কফির স্বাদ নিতে পারবেন দর্শনার্থীরা।

ঢাকা বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে অথেনটিক ব্রাজিলিয়ান AMA কফি 1

আবুল খায়ের এন্ড কোম্পানি’র বিভাগীয় কর্মকর্তা মো. সাজ্জাদ উর রহমান বলেন- প্রতি বছর আমরা বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে চাই। তারই ধারাবাহিকতায় AMA অথেনটিক ব্রাজিলিয়ান কফি নতুন চমক হিসেবে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আরও জানান- মাত্র ১৫ টাকায় দর্শনার্থীরা এই কফির স্বাদ নিতে পারছেন। এছাড়া রয়েছে ১০০ টাকায় বিশেষ প্যাকেজ AMA “থ্রি ইন ওয়ান” ১০ পিস এর সাথে ১০টি AMA “ক্লাসিক কফি” ফ্রি।

ঢাকা বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে অথেনটিক ব্রাজিলিয়ান AMA কফি 2
আবুল খায়ের এন্ড কোম্পানি’র বিভাগীয় কর্মকর্তা মো. সাজ্জাদ উর রহমান

স্বাস্থ্যবিধি মেনে সবাই মেলায় আসার আহ্বান জানিয়ে এই কর্মকর্তা AMA কফির স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। গত ২৫ বছর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হলেও এবার থেকে প্রতিবছর মেলা স্থায়ী ভেন্যুতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।