তামাকুমন্ডি লেইনে ৫ শতাধিক ব্যক্তিকে ফ্রি চিকিৎসা সেবা দিলো পার্কভিউ

তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির আয়োজনে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এ টি এম রেজাউল করিম।

প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা আব্দুল মোতালেব চৌধুরী।

তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি সভাপতি মো. আবু তালেবের সভাপত্তিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল।

চিকিৎসা ক্যাম্পে অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. এ টি এম রেজাউল করিম এবং ডা. আহামদ রহিম‌। মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. মো. রেজাউল করিম, ডা. মইন উদ্দিন চৌধুরী এবং ডা. মো. ফরহাদ। নিউরো মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. মো. শওকত এমরান। ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. মো. মাহফুজুর রহমান। হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. ইকবাল মাহমুদ। ডায়াবেটিকস বিভাগের ছিলেন ডা. সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী।

এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটালের হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জানতে চাইলে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম চৌধুরী বলেন, মানব সেবার ব্রত নিয়ে পার্কভিউ হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই আমরা চিকিৎসাকে শুধু নিজেদের ব্যবসার মধ্যে সীমাবদ্ধ রাখিনি। করোনায় থেকে শুরু করে বিএম ডিপোর দুর্ঘটনায়ও আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি। সেবার অংশ হিসেবে তামাকুমুন্ডি লেইনে ব্যবসায়ী, স্টাফসহ নানা শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা দিয়েছি। আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।