দারোয়ানের পরিকল্পনায় গার্মেন্টসের মেশিন চুরি, ৬ চোর পুলিশের জালে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গার্মেন্টস কারখানা থেকে চুরি হওয়া মালামালসহ গ্রিল কাটা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। উদ্ধার হওয়া মালামালের দাম প্রায় দশ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত হলো—মোঃ স্বপন (৩৪), মোঃ দুলাল মৃধা (৬৫), মোঃ সিফাত হোসেন (২৭), মোঃ ফরহাদ হাসান (২৫), মোঃ শামসুদ্দিন (৩২) ও মোঃ মনির হোসেন (২৫)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, গত ২১ ডিসেম্বর ট্রাক নিয়া আসিয়া বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল ফুলকলি ফ্যাক্টরির বিপরীত পাশে ইত্যাদি প্যাকেজিং লিমিটেডের ২য় তলার আটলান্টিক জিন্স লিমিটেড ফ্যাক্টরির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে গার্মেন্টসের JACK কোম্পানীর ৮টি পেট লক মেশিন চুরি করে নিয়ে যায়। যার সর্বমোট মূল্য আনুমানিক ১০ লক্ষ ৮ হাজার টাকা।
এ ঘটনার পর বাদি থানায় অভিযোগ দেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানাধীন শ্যামলছায়া আবাসিক এলাকা থেকে ঘটনায় সম্পৃক্ত মোঃ স্বপনকে আটক করি। দেয়া তথ্যে অপর আসামিদের গ্রেপ্তার করি। এখনো তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃতদের বরাতে ওসি সঞ্জয় আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় Atlantic Appearls গার্মেন্টসের দারোয়ান মোঃ দুলাল মৃধা এবং মোঃ সিফাত হোসেন ঘটনাস্থলের আশপাশে রাস্তায় দাঁড়ানো গাড়ী পাহারা দেয়। দারোয়ান দুলাল এবং মোঃ সিফাত হোসেনের মধ্যে মৌখিক চুক্তি ছিল মেশিন বিক্রি করলে টাকা ভাগাভাগির।
ঘটনার ৬/৭ দিন পূর্বে ভোর বেলা দারোয়ান মোঃ দুলাল মৃধা অভিযুক্ত সিফাতকে নিয়ে মামলার ঘটনাস্থল রেকি করে আসে। পরবর্তীতে অভিযুক্ত সবাই মিলে কীভাবে চুরি করবে তাহা পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী ২১ ডিসেম্বর রাত ৩.৪৫টা ঘটনা ঘটায়।

মন্তব্য নেওয়া বন্ধ।