দুই বছর পর ফেসবুকে ফিরলেন ট্রাম্প

অবশেষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছর পর ফেসবুকে ফিরেই ভক্ত, অনুসারীদের উদ্দেশ্যে ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ক্যাপশন দিয়েছেন ‘আই অ্যাম ব্যাক’। শনিবার (১৮ মার্চ) ট্রাম্প ফেসবুকে ফেরেন।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে ট্রাম্পের ৩৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেখানে ইউটিউবে তার ২৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবও জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে রেসট্রিকশন তুলে নিচ্ছে।

২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।

Read English…

Trump returned to Facebook after 2 years

Didarul Alam, New York: Former US President Donald Trump has finally returned to the popular social media platform Facebook. Returning to Facebook after two years, the fan posted an 11-second video to his followers. Where he captioned ‘I am back’. Trump returned to Facebook on Saturday (March 18).
According to a report by TRT World, Trump has 34 million followers on Facebook, while he has 26 lakh subscribers on YouTube. YouTube also said it was lifting restrictions on Donald Trump’s account.

In 2021, a two-year social media ban was imposed on then-US President Trump after the Capitol riots. When Facebook banned Donald Trump at the time, Facebook said that Trump’s behavior was a gross violation of the company’s rules.

মন্তব্য নেওয়া বন্ধ।