দেশের মানুষ শান্তিতে ঘুমানোর জন্য শেখ হাসিনা সরকার কাজ করছে—ওয়াসিকা

‘রুমা আকতার (২৮) ও মঈনুদ্দিন (২৫) জন্মের পর থেকে নিজের পায়ে ভর করে হাঁটতে পারেননি। প্রতিবেশী এবং অন্যের থেকে চেয়েচিন্তে জীবন চালান। ছিল না নিজের কোনো থাকার ঘর। একটি জরাজীর্ণ ঘরে আশ্রিত ছিলেন বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে প্রতিবন্ধী দুই ভাইবোন। অবশেষে নিজেদের টিনশেড পাকা ঘরসহ স্থায়ী ঠিকানা পেলেন শারিরীক প্রতিবন্ধীসহ তার স্বজনরা।’

বুধবার (২৩ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন শিলাইগড়া এলাকায় ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রমের আওতায় নির্মিত ঘর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল গাফ্ফার চৌধুরী, এইচ.এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, নাজিম উদ্দীন ছোটন, আবদুল রহিম প্রমুখ।

উপকারভোগী রুমা আকতার (২৮) ও মঈনুদ্দিন (২৫) উপজেলার বারখাইন ইউনিয়ন শিলাইগড়া গ্রামের দিনমজুর কৃষক মাবু আলী সন্তান। মাবু আলীর সংসারে স্ত্রী ও দুই মেয়ে এক সন্তানের মধ্যে দুই ছেলে-মেয়ে জন্ম থেকে প্রতিবন্ধী। ঘর পেয়ে খুশিতে আত্মহারা পিতা মাবু আলী।
তিনি বলেন, ‘স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ঘর ভাঙা ঘরে থাকতাম। দিনমজুর আর কৃষি কাজে জীবিকা নির্বাহ করছি। জরাজীর্ণ ঘরের মধ্যে ঝড় তুফানে ভয়ে থাকতাম প্রতিবন্দী সন্তানদের নিয়ে। কখন তুফানে উড়িয়ে নিয়ে যায়। এখন আর সে ভয় নেই, আমাদের কন্যা ওয়াসিকা আয়শা খান এমপি সাহেব নতুন ঘর তৈরী করে দিয়েছেন। নতুন ঘর দেওয়ায় প্রধানমন্ত্রীসহ এমপি সাহেবকে ধন্যবাদ।’

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, ‘মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার করেছেন, দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। শেখ হাসিনার এই অঙ্গিকার বাস্তবায়নে কাজ করছি আমরা। আনোয়ারায় আজ ৭ অসহায় পরিবারদের তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এ পর্যন্ত ৫৪ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছি।’

তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা সরকার দেশের মানুষ শান্তিতে ঘুমানোর জন্য কাজ করছে। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই আগামীতে আওয়ামীলীগকে আবারো সরকার গঠনের সুযোগ দিতে হবে।’

এরপর উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী হাই স্কুল সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের ওয়াশ বক্ল উদ্বোধনসহ বিকালে জুঁইদন্ডী ইউনিয়নে নির্মিত ঘর হস্তান্তর করেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।