নওফেলের সমর্থনে আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে মতবিনিময় সভা করেছে ৩১ নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
সভায় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাই মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি। কারণ নৌকা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছে। নৌকা দিবে উন্নত সমৃদ্ধ দেশ।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, যুবলীগ নেতা প্রবীর দাশ তপু, সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, শফিউল আজম, বাবু স্বপন কুমার ভট্টাচার্য্য, আমির আহমেদ, আলহাজ্ব নুরুল কবির, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোরশেদুর রহমান ও সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাবীব বাপ্পী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইসহাক, মো. ওসমান, তপন রায়, সাইদুর রহমান, মিজানুর রশীদ, মাকসুদুল আলম বাবুল, সাবেক ছাত্রনেতা মাইনুল হক লিমন, সোহেল রানা, সৈয়দ মো. আসিফ, সরফরাজ নেওয়াজ মাসুদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক, জয়নাল আবেদিন, আব্দুল মতিন, মো. ইলিয়াস, মীর মো. লোকমান, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, জাহেদুল ইসলাম, কাঞ্চন চৌধুরী, রঞ্জন চৌধুরী, লিটন মহাজন, মীর কায়সার রনি, পলাশ ভট্টাচার্য্য টুটুল, অনির্বাণ দাশ বাবু, রফিকুল মান্নান জুয়েল, পম্পি দাশ, বাপ্পী দেব বর্মণ, যুবলীগ নেতা রিমন চক্রবর্তী, শাহনেওয়াজ রাজীব, আব্দুল আল মামুন, মো. আসিফ, আমিনুর রশীদ, রুবেল ঘোষ, ছাত্রনেতা ইফতেখার রুপু, আমির সরওয়ার, তন্ময় দাশগুপ্ত, আকবর খান, জয়জিত চৌধুরী, ইমদাদুল শাওন, জয় দাশ, পিয়াল চৌধুরী, কফিলউদ্দিন আরমান, আবিদ বিন মতিন, মো. অপু, সৈয়দ মো. সাজিদ, জীবন দে, হোসেন ইমাম শাকিল, আবু তৈয়ব রাকিব, অনি দাশসহ নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।