নানা ষড়যন্ত্র ও ছলেবলে কৌশলে ক্ষমতায় যেতে চায় বিএনপি—জাবেদ

সরকারের ভূমিমন্ত্রী ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের কাছাকাছি আসা যায়। তারা জনগণের কাছ থেকে দূরে থাকতে চায়। জ্বালাও পোড়ায় রাজনীতিতে বিশ্বাসী। নানা ষড়যন্ত্র ও ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে চাই বিএনপি।’
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শিকলবাহা এজে চৌধুরী কলেজ মাঠে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী প্রচার-প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আমাদের ভালো লাগতো যদি বিএনপি নির্বাচনে আসত। বিএনপি আসে নাই এইমানে এ নই যে, নির্বাচন গ্রহণ যোগ্য হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’
কর্ণফুলীবাসীর উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘আপনাদের বুকভরা ভালোবাসা কখনও ভুলব না আমি। আমার পরম আত্মীয় আপনারা। আমি রাজনীতি করি দেশের জনগণ ও দেশের উন্নয়নের জন্য। রাজনীতি একমাত্র হাতিয়ার হলো জনগণের জন্য কিছু করতে পারা। ৭ জানুয়ারী শেখ হাসিনার মার্কা নৌকাকে বিলুপ ভোটে জয়ী করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিবেন সে আশায় করি।’

ভূমিমন্ত্রী বিএনপির উদ্দেশ্য বলেন, ‘আওয়ামীলীগ বঙ্গবন্ধুর আওয়ামীলীগ, এই আওয়ামীলীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে জন্ম। আজকে বিএনপি গনতন্ত্রের কথা বলছে। তাদের মুখে তো গনতন্ত্রের কথা মানায় না। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারকে হত্যা করেছিল এই বিএনপি। আজ তারা গনতন্ত্রের জন্য মায়া কান্না করছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন জাতি এখনও ভুলে নাই। তারা এবারও অশান্তি করতে চেয়েছে। ২০০১ সালে ক্ষমতায় এসে ২১ আগষ্ট গ্রেনেড হামলার মধ্যদিয়ে মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই তারেক জিয়া হত্যা করতে চেয়েছে। আল্লাহ্ রহমত ছিলো কিছুই করতে পারেনি।’

এরপর সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বৈরাগ ইউনিয়নে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ জনসভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, এম.এ মালেক, সগীর আজাদ, চেয়ারম্যানদের মধ্যে এম.এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, কলিম উদ্দিন, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।