নারী নেত্রীর শাড়ী ধরে টান দিলেন অধ্যাপক জিনবোধি ভিক্ষু!

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ধর্মীয় কাজে অংশ নিতে গিয়ে এক নারীর শ্লীলতাহানীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষু রেখা রানী বড়ুয়া নামে ওই নারীর শাড়ি টানার দৃশ্য দেখে সবাই সমালোচনায় মুখর।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টা নাগাদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। শ্লীলতাহানীর প্রতিকার চেয়ে জিনবোধি ভিক্ষু ও কয়েকজনের নাম উল্লেখ করে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান রেখা রানী বড়ুয়া।

জিনবোধি জিনবোধি ভিক্ষু শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত। আর শ্লীলতাহানির শিকার নারী বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বৌদ্ধ সমিতি মহিলা বাংলাদেশের সভাপতি।

নারীর প্রতি শ্লীলতাহানীর প্রতিবাদ ও জিনবোধি ভিক্ষুর শাস্তির দাবিতে সম্মিলিত নারী সমাজ মিছিল করেছে। তারা সরকার কর্তৃক জিনবোধি ভিক্ষুকে দেয়া একুশে পদক প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মাতৃজাতির প্রতি শ্লীলতাহানীর বিষয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীগুরু ড. জ্ঞানশ্রী মহাথের ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান শিক্ষাবিদ এম বোধিমিত্র মহাথের এ প্রতিবেদেককে বলেন, মহামানব গৌতম বুদ্ধের মতে গৃহত্যাগের পর বৌদ্ধ সন্যাসীরা যেখানে কোনোরকম গৃহী মানুষের সংস্পর্শে যেতে পারেনা, সেখানে একজন নারীর সম্ভ্রম ও শ্লীলতাহানী কোনোভাবে সমর্থন যোগ্য নয়। তারা এই ঘৃন্য কাজের তীব্র নিন্দা জানান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ওপর ভিডিওতে দেখা যায়, অধ্যাপক জিনবোধি ভিক্ষুকে হাতের ব্যাগ দিয়ে আঘাত করছেন অপর এক পুরুষ ব্যক্তি।

পাল্টাপাল্টি দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীরা শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ওসি কোতোয়ালি ওবায়েদুল হক বলেন, দু’পক্ষই পাল্লাপাল্টি অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে আইনী ব্যবস্থা নেবো।

এবিষয়ে জানতে ড. জিনবোধি ভিক্ষুকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য নেওয়া বন্ধ।