নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান—মধুবন সুইটস, ডায়মন্ড সেমাই-নুডলস গুনলো জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত রং, অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ), ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, অসম্পূর্ণ লেভেলিং, পোড়াতেলের ব্যবহারসহ বিভিন্ন অসঙ্গতির কারণে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, অগ্রীম উৎপাদন ও মেয়াদের তারিখ স্থাপন, লাইসেন্স না থাকাসহ নানা অসঙ্গতির কারণে হোসেন ফুড এণ্ড কোং (ডায়মন্ড সেমাই এণ্ড নুডলস) কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে চট্টগ্রাম শহরে অবস্থিত ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী মধুবনকে তিন লক্ষ টাকা হোসেন ফুড কোম্পানীকে দুই লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্টিং স্টাফসহ র‌্যাব-০৭ এর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।