নির্মাণাধীন ভবনে জমাটবাঁধা পানি, জরিমানা গুনলো দুই মালিক

নগরীর লালখান বাজারে নির্মাণাধীন ভবনে জমাটবাঁধা পানি পাওয়ায় মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। রোববার (৩১ জুলাই) আমিরাবাগ এলাকায় অভিযান চালনো হয়।

অভিযানে দুটি ভবনের এডিসের বংশ বিস্তারে উপযোগী পানি জমে থাকায় দুই মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। পরে ভবনগুলোতে জমে থাকা পানি নিষ্কাশন করা হয়। এবং পানির প্রবাহ চলমান রাখার নির্দেশ দেওয়া হয়।

একই দিন অপর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় তিনি চকবাজার থানার তেলিপট্টি রোড, কাপাসগোলা ও কে বি ফজলুল কাদের রোডে ফুটপাত দখল করে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ৪ দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী চট্টগ্রাম খবরকে বলেন, আজকের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের সতর্কও করা হয়েছে।

এমএইচকে/

মন্তব্য নেওয়া বন্ধ।