নৌকার বিজয়ে ডা. আফছারুল আমীনের উত্তরসূরী মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম—১০ সংসদীয় আসনের প্রয়াত সাংসদ ডা. আফছারুল আমিনের উত্তরসূরী নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন বাচ্চু। তিনি সর্বমোট ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১৫৭২ ভোট।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জিমনেশিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও চার প্রার্থী। তারা হলেন, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

এই আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।