পারকি সৈকত কেটে বাঁধ নির্মাণ, জরিমানা ৫০ হাজার

চট্টগ্রামের কর্ণফুলীর পারকি সমুদ্র সৈকত থেকে মাটি কেটে ব্যক্তিগত জমির বাঁধ নির্মাণের দায়ে এক ব্যক্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে দুইজন চালককে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি)বিষয়টি জানিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন। বুধবার রাতে পারকি সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, সৈকত থেকে মাটি কেটে ব্যক্তিগত জমির বাঁধ নির্মাণ করছিল এক ব্যক্তি। এতে করে সৈকতের সৌন্দর্য হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকত এলাকা। মাটি কাটার দায়ে রায়পুর ইউনিয়নের মোহাম্মদ ফারুক নাকে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।