পার্কভিউ ক্যাথল্যাব—শতভাগ বন্ধ রক্তনালী খুলেই পথচলা শুরু

হৃদরোগীর শতভাগ বন্ধ রক্তনালী খোলার মাধ্যমেই পথচলা শুরু করলো পার্কভিউ ক্যাথল্যাব। এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের হৃদরোগীরা সুলভমুল্যে হার্টের রক্তনালীতে রিং পরানো, পেসমেকারসহ বিভিন্ন ডিভাইস, গলা ও পায়ের রক্তনালীতে রিং, অপারেশন ছাড়াই হার্টের ছিদ্র বন্ধ করা, হার্টের ভাল্ব বসানোসহ সকল ইন্টারভেনশনের সেবা পাবেন পার্কভিউ হসপিটালে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রোগীদের সেবা প্রদানের মাধ্যমে ফিতা কেটে পার্কভিউ হসপিটাল ক্যাথল্যাবের উদ্বোধন করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, ডা. একেএম মনজুর মোরশেদ, ডা. এম এম আলম সাদী, ডা. আ. ই. ম. ন জাহাঙ্গীর সেলিম, ডা. সালমা নাহিদ, ডা. সফিউল আলম, ডা. রাজীব ঘোষ, ডা. সাইফুল ইসলাম টিপু চেীধুরী, ডা. ইকবাল মাহমুদ, ডা. এ এম শওকত আকবর, ডা. হাফেজ মু মুজিবুল হক, ডা. মো: শওকত হোসেন, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহমদ রহিম, ল্যাব ডাইরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ডাইরেক্টর (কম্প্লায়েন্স) ডা. সালাহউদ্দিন এমএএইচ চৌধুরী, আইসিইউ ও সিসিইউর জুনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অফিসারবৃন্দ, হসপিটালের মেডিকেল অফিসারবৃন্দ।
এছাড়াও জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শামীম, ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ বলেন, প্রথমদিনেই এক রোগীর শতভাগ বন্ধ রক্তনালী খোলার জন্য রাখি। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে ১০০% বন্ধ রক্তনালী খুলতে সক্ষম হই। এছাড়াও আমি ২ জন রোগীর এনজিওগ্রাম, অন্য ২ জন রোগীর হার্টে মোট ৫টা রিং বসাই। সবগুলো কাজ সুন্দর ভাবে সম্পন্ন হয়। বৃহত্তর চট্টগ্রামের হৃদরোগীরা এখন থেকে পার্কভিউ ক্যাথল্যাবে হৃদরোগের পূর্ণাঙ্গ সেবা পাবেন।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, বৃহত্তর চট্টগ্রামের হৃদরোগীরা সুলভমুল্যে হার্টের রক্তনালীতে রিং পরানো, পেসমেকারসহ বিভিন্ন ডিভাইস, গলা ও পায়ের রক্তনালীতে রিং, অপারেশন ছাড়াই হার্টের ছিদ্র বন্ধ করা, হার্টের ভাল্ব বসানোসহ সকল ইন্টারভেনশনের সেবা পাবেন পার্কভিউ হসপিটালে। আমরা আমাদের প্রশিক্ষত টিম অন্যান্য সেবার মতো হৃদরোগের সেবা নিয়ে চট্টগ্রামবাসীর পাশে আছি।

মন্তব্য নেওয়া বন্ধ।