পেশাগত জীবনে দায়িত্বশীল হওয়ার নির্দেশ নবাগত সিএমপি কমিশনারের

সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার কৃষ্ণ পদ রায়।

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। একই সাথে তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের সংখ্যাগত ও পরিমাণগত দিকের পরিবর্তে গুণগত মানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সভা আরম্ভ হয়। সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমণকারী এসআই বসুমিত্র বড়ুয়া ও এসআই রেহেনা আক্তার পারভীনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।