প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের নানা আয়োজন

নানা আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, প্রয়াত নেতাদের স্মরণে নিরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর আন্দরকিল্লায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়েতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণজেলা যুব মহিলা লীগের সিনিয়র সদস্য দিলরুবা শিরিন চৌধুরী।

প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, যুব মহিলা লীগকে আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে আগামী নির্বাচনে জোরালো ভূমিকা রাখতে হবে। সাম্প্রদায়িকতাকে রুখে দিতে হবে। ঘরে ঘরে গিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিষয়ে মা-বোনদের নিকট তুলে ধরতে হবে। যুব মহিলা লীগের সংগঠন ভবিষ্যৎ আরো উন্নত লাভ করবে এই আশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হওয়া এদেশকে বিএনপি জামাতচক্র জঙ্গিবাদী দেশে পরিণত করতে চায়। যুব মহিলা লীগকে সাথে নিয়ে এই প্রতিক্রিয়াশীল চক্রের সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে।

উপস্থিত ছিলেন সদস্য দিপু সেন, জগদা চৌধুরী সুপ্রিয়া, কামরুন নাহার, আয়েশা সিদ্দিকা রুমি, এডভোকেট আয়েশা হেভেন বৃষ্টি, এডভোকেট উমা দাশ, বোয়ালখালী পৌরসভা কাউন্সিলর শাহনাজ নীলু, পটিয়া উপজেলা যুব মহিলা লীগ যুগ্ম আহ্বায়ক সুমি দে সাথী, আকলিমা আক্তার, শিপু আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।