ফুলে ফুলে এলো ঋতুরাজ বসন্ত!

শিমুল-পলাশের মগডালে ফুটে আছে গাঢ় লাল ফুল। মাঝে মাঝে দখিনা বাতাসে দোল খাচ্ছে গাছের পত্র-পল্লব। দূরের কোন বন থেকে ভেসে আসতে শুনা যাচ্ছে কোকিলের কুহু কুহু স্বর। শীতের রুক্ষতার প্রহর শেষে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত আসতে যে আর বেশি দেরি নেই তা বিগত কয়েকদিন ধরে আন্দাজ করা যাচ্ছিলো। তবে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে দোকানে দোকানে সজ্জ্বিত সারি সারি ফুল বসন্তের আগমণকে যেন আরও জোরালোভবে জানান দিচ্ছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বসন্তের ঠিক একদিন আগে সান ফ্লাওয়ার হাউস, রেড রোজ, অপরাজিতা পুষ্প বিতানের মতো ফুলের দোকানগুলো সেজে ছিলো হরেক রকমের ফুলে। যা নজর কাড়ছে সকলের।

সরজমিনে দেখা গেছে, সড়কের একপাশ ঘেঁষে ছুটেছে যানবাহন। অপর পাশে দোকানে দোকানে শোভা পাচ্ছে হরেক রকমের ফুল। গ্লাডিওলাস, ডালিয়া, গাঁদা, জারবেরা, জিপসি, বেলি, জবা, গোলাপসহ বিভিন্ন ফুলের ডালা সাজিয়ে বসে আছেন দোকানিরা।

এদিকে বসন্তপ্রেমীরাও থেমে নেই। বসন্তকে বরণ করে নিতে চলেছ প্রস্তুতি। তাইতো দোকানে দোকানে চোখে পড়েছে ফুলপ্রেমীদের ভিড়। নিজেদের পছন্দ মতো ফুল কিনতে ব্যাস্ত সময় পার করছেন তারা।

শুধুই নগরীর চেরাগি পহাড় মোড় নয় বসন্ত উপলক্ষে ফুলের মেলা বসেছে পুরো শহরে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, আগ্রাবাদ, আন্দরকিল্লা, নিউমার্কেটসহ সব স্থানে দেখা গেছে ফুলের মেলা।

ফুলে ফুলে এলো ঋতুরাজ বসন্ত! 1

একদিকে পহেলা ফাল্গুন, অন্যদিকে ভালোবাসা দিবস—সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। চাহিদা বেশি হওয়ায় দামও ভালো পাচ্ছেন তারা। আর এতে ফুল বিক্রেতারা খুশি থাকলেও কিছুটা বেরাজ ক্রেতারা। তবে বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে বেশি দাম দিয়ে ফুল কেনার বিষয়টি মেনে নিচ্ছেন সকলে।

ফুলের দোকান ঘুরে দেখা গেছে, ১৫ টাকার গোলাপ এখন ৩০ থেকে ৪০ টাকা। আর চায়না রোজ হলে দাম আরও বেশি পড়ছে। প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম রাখছেন দোকানিরা। অন্যান্য ফুলের মধ্যে রজনীগন্ধা প্রতি স্টিক ৩০ টাকা, জারবেরা প্রতিটি ৪০ টাকা ও গাঁদা ফুল লহরপ্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে মেয়েদের খোঁপার গাজরা আর মাথার ক্রাউন বিক্রি হচ্ছে প্রতি পিস ১২০-১৫০ টাকা করে।

পায়েল নামে ফুল কিনতে আসা এক তরুণী বলেন, একদিকে বসন্ত অন্যদিকে ভালোবাসা দিবস। তাই একটু আগেই ফুল কিনতে এসেছি। ফুল ছাড়া বসন্ত বেমানান।

এদিকে মুনতাসির রহমান নামে এক যুবক বলেন, বসন্তের সাথে কাল ভালোবাসা দিবসও। তাই প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছি। দাম বেশি পড়লেও ৫টা গোলাপ কিনেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।