বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আকতার হোসেন(৩৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ মে) দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারি চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন (৩৮) ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

স্থানীয়রা বলেন, জমির পাকা ধান কেটে ঘরের উঠানে রেখেছিলেন আকতার। উঠানে বন হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হওয়ার সাথে সাথে হাতির দলটি তাড়া করে তাকে। এক পর্যায়ে ঘরের পাশ্ববর্তি যায়গায় হাতির দাঁত দিয়ে আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লামা বনবিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বলেন, ঘটনাস্থলে বনবিভাগের লোক গেছেন। আইনানুগ প্রক্রিয়া গ্রহণ শেষে উর্ধতন কর্মকর্তাদের সুপারিশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে।

বান্দরবান লামা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থল গিয়েছেন।আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।