বাঁশখালীর গহীন পাহাড় থেকে ৮ শিক্ষার্থী উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর গহীন পাহাড় থেকে পথহারা ৮ স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। এর আগে সোমবার (১৪ মার্চ) উপজেলার চাম্বল এলাকার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ছাত্ররা হলেন: শহীদুল ইসলাম (১৭), মো.জিয়াউর রহমান সিকদার (১৮), মো.পারভেজ আলম (১৮), মো.শাহাদাত হোসেন (১৮), আতাউর রহমান (১৭), আব্দুর রহিম (১৬), হাবিবুর ইসলাম (১৬) নাফিজুল ইসলাম (১৬) ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান,ওই ৮ শিক্ষার্থী গহীন পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। পরে তাদের একজন জরুরি ৯৯৯ নাম্বারে কল দিলে তাদের উদ্ধারে পুলিশ সেখানে যায়। তিন ঘণ্টাব্যাপি অভিযান শেষে পুলিশ গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।