বাঁশখালীর মেয়র পদে আওয়ামী লীগের তোফাইল জয়ী

বাঁশখালী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন। নির্বাচিত তোফাইল পেয়েছেন ১৪ হাজার ৩৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়েছে। ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশ নিয়ে তিনস্তরের নিশ্চিত করা হয়।

ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জামশেদ আলম, ৪নং ওয়ার্ডে মো. আরিফ মাঈন উদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক, ৬নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আব্দুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব দাশ ও ৯ নং ওয়ার্ডে বদিউল আলম বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোজি আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রোজিনা সুলতানা রোজি, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।