বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২),নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

স্থানীয়রা বলেন, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এই নিহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোয়াংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাত নামা ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রোয়াংছড়ি থেকে পাইক্ষ্যংপাড়া যাওয়ার পথে পাইক্ষ্যংপাড়ার কাছাকাছি এলাকা থেকে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে বম সম্প্রদায়ের এই ৩ জন নিহত হয়েছেন বলে জানান ।

তিনি আরও বলেন, এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল। পরদিন রোয়াংছড়ি থানা পুলিশ আটটি লাশ উদ্ধার করেছিল। ওই ঘটনার পর পাড়ার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এসে আশ্রয় নিয়েছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।