বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি। মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টায় উপজেলার দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিংপাড়ায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এসময় কেএনএ এর একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

অভিযানে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার, পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করা হয়। এছাড়া ৩টি একে-২২ রাইফেল, একটি শর্টগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শর্টগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, তিনটি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এসব বিষয়ে রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, রুমার দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত কেএনএফ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।