বান্দরবানে দুই উপজেলায় নির্বাচন: বেসরকারি ফলে জয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস ও আলীকদম উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে মো. জামাল উদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সন্ধ্যা দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম সাহাদাত হোসেন বেসরকারিভাবে এ ঘোষণা দিয়েছেন।

বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক আব্দুল কুদ্দুছ ১৯ হাজার ১৪৪ ভোটে, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহম্মেদ ১৩ হাজার ৩২১ ভোটে, মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনুং মার্মা ১৭ হাজার ৯০ ভোটে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আলীকদম উপজেলায় দোয়াত কলম প্রতীকে মো. জামাল উদ্দিন আহমদ ৯ হাজার ৭০০ ভোট, ভাইস চেয়ারম্যান মো. রিটন ৯ হাজার ১৪৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার ৮ হাজার ৮৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান উপজেলায় চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। অন্যদিকে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।

আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। অন্যদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মো. জামাল উদ্দির।

বান্দরবান সদর উপজেলায় ৪৫ টি কেন্দ্রে ৭১ হাজার ৪৪৪ জন ও আলীকদম উপজেলায় ২১ টি কেন্দ্রে ৩২ হাজার ৮০৫ জন ভোটার থাকলেও ভোট কাস্টিং হয়েছে ৩০-৪০ শতাংশ।

মন্তব্য নেওয়া বন্ধ।