বান্দরবান পৌরসভার নতুন মেয়র সৌরভ

বান্দরবান পৌরসভার নতুন মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর। বুধবার (৩ মে) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে পৌরসভার মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রথমে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়রের দায়িত্ব নেন তিনি। এ সময় বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখরকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ সময় নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ন কবীর, সহকারী প্রকৌশলী রুই প্রু অং মারমা, প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এর ১৮ দিন পর আজ সরকারি আদেশের মাধ্যমে পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব পেলেন সৌরভ দাশ শেখর।

মন্তব্য নেওয়া বন্ধ।