বিএনডাব্লিওএলএ’র উদ্যোগে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতে সমন্বয় সভা

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডাব্লিওএলএ) আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের ‘এক্সেস টুজাস্টিস’ কার্যক্রমের আওতায় আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা জাজ কোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জাজ চট্টগ্রাম এম আজিজ আহমদ ভূঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান, এডভোকেট দিল আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জাজ জান্নাতুল ফেরদৌস। এছাড়াও সংশ্লিষ্ট আদালতের বিচারক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলী সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর ওপর প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক নাফিজ ইমতিয়াজ হাসান।

প্রধান অতিথি এম আজিজ আহমদ ভূঞা তাঁর বক্তব্যে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন—অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে কিন্তু এদের অনেকেই অসচেতনতার কারনে বিপদে পড়ছে। এক্ষেত্রে তাদের জন্য আইনী সেবা নিশ্চিত করতে হবে।

সভার সভাপতি তার বক্তব্যে ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের উপর জোর দিয়ে বলেন—বিচারকার্যের দীর্ঘসূত্রীতার কারনে আসামীরা পার পেয়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না।

উক্ত অনুষ্ঠানে সিম্স প্রকল্পের মাধ্যমে আইনীসেবা গ্রহণকারী একজন উপকারভোগী অভিবাসনকর্মী উপস্থিত থেকে তার অভিজ্ঞতার বর্ণনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, প্রত্যাশী’র প্রকল্প ব্যবস্থাপক বশির আহমেদ মনি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।