বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের একমাস পরও মিলছে মাথার খুলি, দেহের হাড়গোড়

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক মাস দুই দিন আগে। ডিপোর বিধ্বস্ত শেডে এখনও মিলছে মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড়।

বুধবার (৬ জুলাই) সকালে হাড়গুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার এক মাস দুই দিন পর আজ সকালে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা। এ পর্যায়ে তারা ডিপোর লম্বা শেডের ভেতরের ধ্বংসস্তূপ সরানোর সময় মরদেহের মাথার খুলি ও পাজরের পোড়া হাড়গোড় দেখতে পেয়ে আমাদের অবহিত করেন।

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, আমরা ডিপোতে গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি।

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।

এই ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও কোন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

অপরদিকে অগ্নিদগ্ধ কয়েকজন কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আর এই ঘটনায় ডিপো কর্তৃপক্ষের ক্ষয়ক্ষতি ছাড়াও দেশের কেমিক্যাল রপ্তানিতে ধস নেমেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।