বিজিপির আরও ৫ সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

কক্সবাজারের টেকনাফে পালিয়ে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ জন সদস্য।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার টেকনাফের সাবরাং উপকূল থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

এ সময় বিজিপি সদস্যরা আত্মসমর্পণের কথা তুলে ধরে আশ্রয় চান। বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সবাইকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। সবার (বিজিপি) নাম-ঠিকানাসহ পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে, গত শনিবার ৩ দফায় নাফ নদী অতিক্রম করে টেকনাফে আশ্রয় নেন বিজিপির ৪০ জন সদস্য। পরের দিন রোববার আশ্রয় নেন বিজিপির আরও ৮৮ জন। সব মিলিয়ে ১২৮ জনকে হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়। গত রোববার থেকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।