বেশি দামে ফ্যান বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিচার্জেবল ফ্যান ক্রয়-বিক্রয়ের ভাউচারের দামে অসামঞ্জস্যতা ও বেশি দামে ফ্যান বিক্রির অভিযোগে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ এপ্রিল) নগরীর নিউ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।

মেসার্স শাহজালাল ইলেকট্রনিক্সকে ২০ হাজার টাকা, লুক ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা এবং এসএইচ ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাতের অভিযোগে ফুলকলির নিউ মার্কেট শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ভোক্তা অধিকা সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। ভ্রামমাণ আদালতকে চট্টগ্রাম নগর পুলিশ—সিএমপির একটি দল সহযোগিতা করে।

মন্তব্য নেওয়া বন্ধ।