ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মিরসরাইয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি ও খাদ্যে বিষাক্ত রং মেশানো অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অভিযানে উপজেলার পৌর সদরের আলিফ ডিপাটমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান জান্নাত ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে মিরসরাই পৌর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার সিএম কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মিরসরাই থানার উপ-পরিদর্শক আতাউর রহমানসহ প্রমুখউপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পৌর সদরে অবস্থিত আলিফ ডিপাটমেন্টাল ষ্টোরকে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১ হাজার টাকা এবং খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো কারণে কেক নির্মাণকারী প্রতিষ্ঠান জান্নাত ফুডকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।