ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার ষ্টেশন রোডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

শাহিদুল আলম চট্টগ্রাম খবরকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রহমানিয়া ফার্মেসিকে ১৫ হাজার ও বার আউলিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মডেল থানার পুলিশের টিম সহয়তা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।